গত ২৪ ঘন্টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কোভিড-১৯ পজিটিভ-১,
আজ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় আলম নামে এক পুরুষ কোভিড-১৯ পজিটিভ। তার বয়স ৩২ বছর। তিনি নারায়ণগঞ্জ ফেরত ছিলেন। এনিয়ে জেলায় মোট ১৭ জন করোনা রোগি শনাক্ত হলো।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ আর টি পিসি আর ল্যাবে কোভিড-১৯ এর ৯৪ টি নমুনা পরিক্ষা করা হয়েছে এবং ৮৫ টি নমুনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ, ০৮ টি ইনভ্যালিড ও ১ টি (হাকিমপুর) পজিটিভ এসেছে। এর মধ্যে দিনাজপুর জেলার ২০ টি নমুনার ফলাফল এসেছে এতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় আলম নামে এক পুরুষ কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
দিনাজপুর জেলার ১৩টি উজেলার মধ্যে ৮টি উপজেলায় ১৭ জন করোনা রোগি শনাক্ত হলো। এর মধ্যে ১৩ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন শিশু। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নতুন এক শিশুসহ ছয় জন, নবাবগঞ্জে তিন জন, ফুলবাড়ীতে একজন, পার্বতীপুরে একজন, বোচাগঞ্জে একজন, ঘোড়াঘাটে দুইজন, কাহারোল উপজেলায় একজন ও হাকিমপুর উপজেলায় দুইজন।