জিল্লুর রহমান রাসেল,ফরিদপুরঃ করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ফরিদপুর শহরের দক্ষিণ কালীবাড়ী পিয়ন কলোনী রোড় এলাকার দুঃস্থ্য ৭৫ টি পরিবারের মাঝে সোমবার সকাল ১১টায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ফেসবুক বন্ধুদের সহায়তায় দেয়া অর্থ দিয়ে প্রত্যেক পরিবারের জন্য চাউল,ডাউল,আলু,পিয়াজ,তৈল,চিড়া,মুড়ি,বিস্কুট,সাবান,মাক্স ও করোনা সচেতনতা লিফলেট দেয়া হয়। এ সময় এলাকার সমাজসেবক ও রাজনিতীবিদ শওকত আলী জাহিদ,আব্দুল আলীম মোল্লা,মোঃ আলীমুজ্জামান, ওয়াহিদুজ্জামান,নাবলু পাটোয়ারী,এ্যালেক্স খন্দকার,হাসান প্রিন্স,আমিরুল ইসলাম,আবু জাকির মোল্লা,এসানুল হক আজিজ এবং অর্থ সংগ্রহ ও বিতরনের মুল উদ্যেক্তা মোঃ মেহেদী হাসান জুয়েল ও তানজিলা আলম উপস্থিত থেকে দুঃস্থ্যদের হাতে এইসব খাদ্য সামগ্রী তুলে দেন। এ ব্যাপারে মোঃ মেহেদী হাসান জুয়েল বলেন,প্রতিটি পাড়া মহল্লায় যুবক তরুনেরা যদি এভাবে করে এলাকার খেটে খাওয়া মানুষ, যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে দাড়ায় তাহলে একটি মানুষও না খেয়ে থাকবে না। তিনি বলেন,আসুন এই দুর্যোগে আমরা যার যার এলাকার মানুষের পাশে গিয়ে দাড়াই।
উল্লেখ্য ফেসবুক গ্রুপ বন্ধুদের দেওয়া ত্রাণ সমূহ অতি শৃংখলার সহিত নিরাপদ দূরত্বে থেকে বিতরণ করা হয়,যাহা একটি উদাহরণ স্বরূপ আমাদের বিতরণকৃত সকলেরই মেনে চলা উচিত। তা’নাহলে ভাইরাস আমাদের সকলের ভিতরই সংক্রমিত হবে।