মো. মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে খাদ্য সংকটে থাকা গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল (৩০মার্চ) সোমবার দুপুরে উপজেলার গরিব ও অসহায় ৫৮টি পরিবারের মাঝে ‘মানব সেবায় তারণ্য’ ছাত্র সংগঠন এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সংগঠনটির সদস্য মো. আকরাম ও মো. জামিল হাসান জানান, বর্তমানে প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে থাকা উপজেলার বড় বালিয়া ডাঙ্গী, ছোট বালিয়া ডাঙ্গী, আঃ গফুর মৃধার ডাঙ্গী, খালাসী ডাঙ্গী, দবিরউদ্দিন প্রামাণিকের ডাঙ্গী ও পাশ্ববর্তি সদরপুর উপজেলার চররামনগড়সহ মোট ৫৮টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, হাফ লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান দেওয়া হয়।
জানা যায়, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচ দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই উপজেলায় বিভিন্ন সময় বন্যার্তদের সাহায্যে প্রদান, মেডিকেল ক্যাম্পেইন ও ইফতার মাহফিলসহ আরো নানা রকম সমাজ সেবামূলক কাজ করে আসছে। এছাড়া সংগঠনটির আগামীতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পাবলিক পরিক্ষায় ভালো ফলাফলের জন্য বিভিন্ন প্রস্ততিমূলক পরিক্ষা নেওয়ারও পরিকল্পনা রয়েছে।