• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
বকশীগঞ্জে খাদ্য সহায়তা পেলো ১৪০০টি পরিবার

আল মোজাহিদ বাবু,জামালপুর(বকশীগঞ্জ) প্রতিনিধি

৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চেয়ে আবেদনের প্রেক্ষিতে খাদ্য সহায়তা পেয়েছে বকশীগঞ্জ উপজেলার ১৪০০টি পরিবার। চলমান লকডাউনে সাময়িক কর্মহীন হয়ে পরার কারনে বকশীগঞ্জ উপজেলার ইউনিয়নে গ্রাম পর্যায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ১৪০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, চাল, ডাল, সয়াবিন তৈল,আলু, পিয়াজ, চিনি,ও শিশুখাদ্য ।

বকশীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা মুনমুন জাহান লিজার নেতৃত্বে , উপজেলার সকল অফিসারবৃন্দদের সহযোগীতায় খাদ্যাংশ সবার বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হচ্ছে বেশিরভাগ রাতের সময় এসব খাদ্যদ্রব্য পৌছে দিচ্ছেন । ইতিমধ্যে বকশীগঞ্জ পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

বকশীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ এর ফলে সাময়িক কর্মহীন মানুষজন খাদ্য সহায়তার জন্য ৩৩৩ এ আবেদন করলে আমরা যাচাই-বাছাই করে তাদের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। আবেদনের মধ্য থেকে এখন পর্যন্ত ১৪০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা ৩৩৩-তে আবেদনকারী ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।