• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
করোনায় যৌন জীবনাচরণ

করোনা ঠেকাতে হ্যান্ড স্যানিটাইজারে হাত রগরে নেওয়া, বারবার সাবান দিয়ে হাত ধোয়া কিংবা নাকে, মুখে, চোখে হাত না দেওয়ার পরামর্শ আপনি ইতিমধ্যেই পেয়েছেন৷ সচেতন থাকতে এগুলি অত্যন্ত জরুরি৷ জ্বর, সর্দি, কাশি নিয়ে আইসোলেশনেও রয়েছেন বহু মানুষ৷ এ হেন পরিস্থিতি নানা আতঙ্কও ছড়াচ্ছে৷ হ্যান্ডশেক বা কোলাকুলি করা বন্ধ করার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷

এখন প্রশ্ন হল, করোনা ঠেকাতে কি যৌন সঙ্গমও বন্ধ রাখা উচিত? প্রশ্নটি অনেকেই সার্চ করছেন গুগল-এ৷ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষয়ে কথা বলেছে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি-র বিখ্যাত অধ্যাপক ভিনসেন্ট আর রেক্যানিয়েলো ও ডাক্তার দর্শন শাহের সঙ্গে৷ তাঁরা কী জানাচ্ছেন? রইল বিস্তারিত৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায় করোনা ভাইরাস৷ মোটামুটি ৬ ফুট দূর থেকে৷ দর্শন শাহের কথায়, ‘কিস করা থেকে অবশ্যই দূরে থাকা উচিত এই সময়ে৷ এমনকী কিস না করলেও, আপনি করোনা আক্রান্ত হতে পারেন৷ মুখের লালা কোনও ভাবে গায়ে পড়লেই চিন্তার৷ এই ভাইরাস লালা থেকে সবচেয়ে সক্রিয় ভাবে ছড়াচ্ছে৷ এর মানে এই নয়, কিস করা সম্পূর্ণ বন্ধ করে দিলেন৷ কারও যদি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট না থাকে, তা হলে কিস করাই যেতে পারে৷’

যৌন সঙ্গমও কি তাহলে করোনার জন্য বন্ধ রাখতে হবে? ভিনসেন্ট আর রেক্যানিয়েলো জানাচ্ছেন, যৌন সঙ্গমে করোনা ছড়াতে পারে৷ তবে এ ক্ষেত্রে সচেতন হতে হবে৷ শারীরিক মিলনের আগে সঙ্গী বা সঙ্গিনীর বিষয়ে জেনে নিন, তিনি সম্প্রতি বিদেশ সফর করেছেন কি না, কিংবা জ্বর, সর্দি হয়েছে কি না৷ করোনা শরীরে ঢোকার ৫ থেকে ১০ দিন পরে উপসর্গ দেখা দিতে শুরু করে৷ তাই এ ক্ষেত্রে সচেতন থাকাই ভালো৷ তবে স্পার্ম দিয়ে এই ভাইরাস ছড়ায় না৷
শাহ জানাচ্ছেন, মুখের লালা বা কফ থেকেই মূলত করোনা ভাইরাস ছড়ায়৷ স্পার্ম দিয়ে নয়৷ তাই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কিস করার বিষয়ে৷ পরিচ্ছন্নতা বজায় রাখুন৷ সেক্স করলেই করোনা ছড়ায় না৷
জ্বর, শ্বাসকষ্ট ও কাশি হলে অবিলম্বে ডাক্তার দেখান৷ পরিবারের সবাইকে সুস্থ রাখতে ও নিজে সুস্থ থাকতে ডাক্তারের পরামর্শে আইলেশনেও থাকতে পারেন বলে ডাজান্ছেন চিকিত্‍সা বিজ্ঞানীরা৷

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।