০ আলমগীর জয় ০
জেলা করোনা প্রতিরোধ কমিটি ও জেলা কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত কমিটির সভায় বক্তারা বলেছেন, বৈশ্বিক দুর্যোগ কোভিড-১৯- করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভ্যাকসিন।
ভ্যাকসিন করোনা মহামারী প্রতিরোধ করবে। আজ ৩১ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ রবিবার বিকেলে অনুষ্ঠিত সভায় একথা জানানো হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হজরত আলী, জেলা প্রানি সম্পদ অফিসার ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান, এনএসআই উপপরিচালক তৈয়ুবুর মওলা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষালসহ কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভায় জানানো হয়, ইতিমধ্যে জেলায় ৬ হাজার ভায়াল ভ্যাকসিন পৌছেছে। প্রতিটি ভ্যাকসিনে ১০ টি ডোজ রয়েছে। প্রাপ্ত ভ্যাকসিন ৬০ হাজার মানুষকে দেয়া যাবে। সভায় আরো জানানো হয়, নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হবে। এজন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ভ্যাকসিন প্রদানের জন্য টিম কাজ করবে।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিুকর রহমান ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। ভ্যাকসিনগুলো গ্রহণের পরে ফরিদপুর জেনারেল হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে রাখা হয়।