• ঢাকা
  • বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং
মধুখালীতে বিনামূল্যে মাসকলাই বীজ ও ধানের চারা বিতরন

ফরিদপুরের মধুখালী কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও আয়োজনে চলতি খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১০০শত কৃষক,কৃষানীদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও ৬৬ জন চাষীর মাঝে বিনামূল্যে ধানের চারাসহ সার বিতরন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষকদের মাঝে এসব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। কৃষি অফিসার কৃষিবিদ প্রতাপ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম,উপসহকারী কৃষি অফিসার সাইফুর রহমান, গৌতম বসুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষীবৃন্দ।
উপজেলার ১ শত চাষীদের মাঝে প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ৬৬ জন চাষীর মাঝে ১ বিঘা জমিতে রোপনের জন্য প্রয়োজনীয় ধানের চারা, বীজ সংরক্ষণের জন্য পাত্র, ওজন যন্ত্র বিনামূল্যে বিতরন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।