• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
নারায়ণগঞ্জের ফতুল্লায় নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ: দগ্ধ ৩৭

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকায় বাইতুছ সালাত জামে মসজিদের এশার নামাজ চলাকালে এয়ার কন্ডিশনারে (এসি) ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ সময় বেশ কয়েকজন দগ্ধসহ কমপক্ষে ৩৭ জন দগ্ধ হয়েছেন।  শুক্রবার রাত পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন দেশ রূপান্তরকে জানান, সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুছ সালাত জামে মসজিদে রাত পৌনে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে এসির বিস্ফোরণ ঘটে।

তিনি জানান, এ সময় মুসল্লীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় ৪০ জনের শরীর দগ্ধ হয়। হুড়োহুড়ি করে বের হওয়া অনেকেই দগ্ধ ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছে।

আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায়
৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন জানান, এখন পর্যন্ত ৩৭ দগ্ধ রোগী ইনস্টিটিউটে এসেছেন। তাদের অধিকাংশের শরীর মারাত্মকভাবে দগ্ধ রয়েছে। তবে হাসপাতালে এখনও কারো মৃত্যু হয়নি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।