• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
পৃথিবী থেকে উধাও হতে শুরু করেছে করোনা: ট্রাম্প

ফাইল ছবি

করোনা ভাইরাসকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পৃথিবী থেকে এরইমধ্যে উধাও হতে শুরু করেছে করোনা ভাইরাস।

শনিবার(১০ অক্টোবর) হোয়াইট হাউসে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। করোনা আক্রান্ত হওয়ার পুরোপুরি সুস্থ না হয়েই ট্রাম্প সমাবেশে অংশ নিয়েছেন।
সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে গাইলেন নিজের গুণগান। বলেন, কিছুদিনের মধ্যেই করোনার কোনো নামগন্ধই থাকবে না।

করোনায় আক্রান্ত হবার পর হোয়াইট হাউজে প্রথমবারের মতো সমাবেশে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি খুব ভালো আছেন। যদিও এখনও করোনা থেকে পুরোপুরি মুক্ত হননি। তারপরও মুখ থেকে মাস্ক খুলে বক্তব্য দেন ট্রাম্প।
বলেন, চীনা ভাইরাস থেকে মুক্তি পেতে ভ্যাকসিন বাজারে আনতে খুব দ্রুত গতিতে কাজ করছেন বিজ্ঞানীরা, খুব শিগগিরই বাজারে আসবে। ভ্যাকসিন এলে পুরো বিশ্ব থেকেই চীনা ভাইরাস চলে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের কারণে সমালোচিত ট্রাম্প বলেন, কৃষ্ণাঙ্গসহ সব ধর্ম বর্ণের মানুষের প্রতি তার যথেষ্ট সম্মান এবং সমর্থন রয়েছে।
তিনি বলেন, গত চার বছরে অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছে তার প্রশাসন। এজন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। তবে ওবামা প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি ট্রাম্প।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।