• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি পুনঃবিবেচনার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন জেলা প্রশাসক

সাম্প্রতিক মহামারী করোনার থাবায় বিধ্বস্ত সমস্ত কিছুর মধ্যে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়েছে। দেশের খেটে খাওয়া শ্রমজীবি নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বেতন-ফি পুনঃবিবেচনার দাবী করেছে ছাত্রলীগ।

এ সংক্রান্ত একটি আবেদন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক বরাবর কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মোঃ শাহেদ। তিনি বুধবার সকালে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে এই মানবিক আবেদনটি প্রদান করলে জেলা প্রশাসক দ্রুত জেলা শিক্ষা অফিসার-কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এই আবেদনের কারণে অনেক দরিদ্র শিক্ষার্থী তার শিক্ষার প্রসারে বেতন-ফি পুনঃবিবেচনার মাধ্যমে যে মানবিক সহায়তা পাবে তা অনন্য। এক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ স্বাধীন মোঃ শাহেদ বলেন, করোনা ও বন্যার পর সারা দেশে অর্থনৈতিক মন্দা চলছে।

এ সময়ে এককালীন বেতন ফি প্রদান যে-কোন অভিভাবকের জন্যই সমস্যা। বেতন-ফি পুনঃবিবেচনার আবেদনটি আমরা ফরিদপুর দিয়ে শুরু করলাম, ক্রমান্বয়ে এটা সারা দেশেই পরিচালিত হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।