• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
ব্রিটেনের রানী করোনায় আক্রান্ত

ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা হওয়ার পরপরই রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়েও শঙ্কা জেগেছিল। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে ইউসিআর ওয়ার্ল্ড নিউজ নিশ্চিত করেছে, ব্রিটেনের রানির শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

গত ২৪ মার্চ চার্লসের কোভিড-১৯ পজিটিভ আসে। শোনা যায়, এ রোগে আক্রান্ত হয়েছেন কয়েকজন রাজ কর্মচারীও। গতকাল শুক্রবার জনসন টুইটারে জানান, তারও করোনা ধরা পড়েছে। ঘণ্টাখানেক পর স্বাস্থ্যমন্ত্রীর শরীরেও এ ভাইরাস শনাক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর আক্রান্তের খবরের পর দ্বিতীয় এলিজাবেথও ঝুঁকির মুখে পড়েন। কারণ প্রত্যেক সপ্তাহে তার সঙ্গে মুখোমুখি বৈঠক করেন জনসন। সর্বশেষ ১১ মার্চ তারা বসেছিলেন। সব শঙ্কা সত্যি করে ব্রিটেনের ৯৩ বছর বয়সী রানি আক্রান্ত হলেন। অবশ্য দ্বিতীয় এলিজাবেথ সুস্থ আছেন বলে জানা গেছে। তার শরীরে করোনার লক্ষণ খুব গুরুতর নয়।

যুক্তরাজ্যে করোনা সংক্রমণ এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৪ হাজার জনের, মৃতের সংখ্যা ৭৫৯

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।