• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে ভুয়া জ্বিনের বাদশা গ্রেপ্তার
 ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভুয়া জ্বিনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এ ঘটনায় মোবারকদিয়া গ্রামের মজিবুর রহমান (৫৫) বাদি হয়ে জ্বিনের বাদশার নামে প্রতারনার মামলা করেছেন। মামলা নম্বর ১৯।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের সোলায়মান মাতুব্বরের ছেলে নুরইসলাম (৩৫) জ্বিনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারনা করছিল।
সে প্রতি রাতে নিজের বাড়িতে আসর বসায়। আসর বসানোর সময় সকল ধরনের আলো নিভিয়ে জ্বিনকে হাজির করে মানুষকে ঝাড়ফুক দিয়ে প্রতারনা করে। ভূয়া জ্বিনের বাদশাকে শনিবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, নুরইসলাম দীর্ঘদিন ধরে জ্বিনের বাদশা সেজে মানুষকে ধোকা দিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।