• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পিয়াজ আমদানি

ছবি-সংগৃহীত

টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) বন্দর এলাকায় আসতে শুরু করেছে পাইকার-পত্র, অন্যদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্থানীয় খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম।

এর আগে বুধবার ২৮ ডিসেম্বর ভারতের বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শনিবার বিকেল ৩টার পর ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে সাড়ে তিন মাস পর দুই দেশের মাঝে পেঁয়াজের বাণিজ্য শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, উৎপাদন সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গত বছর সেপ্টেম্বর মাসে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর হিলি স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির জন্য এলসি করেছে। সেই পেঁয়াজের ট্রাক বিকেল থেকে বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

আশা করছি দুই একদিনের মধ্যে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করবে বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।