• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
এপ্রিলের শেষেদিকে করোনা নিয়ন্ত্রণে চলে আসবে

করোনাভাইরাসের নিয়ন্ত্রণ নিয়ে বিস্তর গবেষণা চলছে। গবেষকরা এই ভাইরাস ঠেকানোর উপায় বের করতে রীতিমতো মরিয়া। কীভাবে বিশ্ব এই মহামারী থেকে মুক্তি লাভ করবে, দিনরাত চলছে সে হিসাব নিকাশ। এরমধ্যেই আশার আলো শোনালেন চীনের বিখ্যাত শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ জুন নাংশান। তার মতে, এ মাসের শেষের দিকেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে। অর্থাৎ এপ্রিলের পর এই ভাইরাসের প্রকোপ খুব বেশি থাকবে না। চীনের একটি টেলিভিশনে তিনি এমন আশার কথাই জানিয়েছেন।

জুং নানশান জানান, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো বেশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। এতে আমার মনে হচ্ছে, চলতি মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে।
তবে আগামী বসন্তে আরো একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

চীনে করোনাভাইরাসের চিকিৎসায় জুং নানশান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নেতৃত্বাধীন দল করোনাকে নিয়ন্ত্রণে রেখেছেন। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ হাজার ২৩১ জন। আর আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৬ হাজার ১৫০ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।