• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
দিনাজপুরে ৩ রোভারের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ  

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেল রোভারের আয়োজনে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের উদ্দেশ্যে পরিভ্রমণ ব্যাজ সম্পন্ন করার নিমিত্তে ৩ জন রোভার স্কাউট ৩ টি প্রতিপাদ্য বিষয় নিয়ে পথ চলা শুরু করেন। প্রতিপাদ্য বিষয় গুলো হলো, ০১.”মুজিববর্ষে রোভারিং করি,ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি” ০২.“গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরী করবো সুখের পরিবেশ”০৩.”প্লাস্টিক বর্জন করি, সুন্দর বাংলাদেশ গড়ি”।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারী) দিনাজপুর হাবিপ্রবি (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে সকল ৯ টায় পথ চলা শুরু করেন তারা। খানসামা, ডোমার, সৈয়দপুর, পাগলাপীর হয়ে বেরোবি (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) পর্যন্ত ৫ দিনে মোট ১৫০ কিলোমিটার হেঁটে ভ্রমণ করবেন তারা৷

পায়ে হেঁটে ভ্রমণ করা ৩ জন হলেন রোভার কারিমুল ইসলাম রোভারমেট, (DIST) দিনাজপুর ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি রোভার স্কাউট গ্রুপ, দিনাজপুর। সাদী চৌধুরী  সিনিয়র রোভারমেট, হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ, দিনাজপুর।রাশেদুল ইসলাম সিনিয়র রোভারমেট, বিরল সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপ, দিনাজপুর।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ জহুরুল হক, সম্পাদক দিনাজপুর জেলা রোভার,
মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য,
মোঃ লতিফুর রহমান, রোভার স্কাউট লিডার, বিরল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।