• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং
ফরিদপুুর নগরকান্দা পৌর নির্বাচনে শেষ মূহর্তের প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

শফিকুল খান জনি,ফরিদপুর #

ফরিদপুরে জমে উঠেছে ৪র্থ ধাপের নগরকান্দা পৌরসভা নিবার্চন।

শেষ মূহর্তের প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও ভোটাররা।

দিন যতো ঘনিয়ে আসছে নিবার্চনকে কেন্দ্র করে পৌরসভায় উৎসবের আমেজ বাড়তে শুরু করেছে।

প্রচার প্রচারনায় সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন সকল প্রার্থীরা।

তৃতীয় শ্রেনির এই পৌরসভায় ৮হাজার ৬শত ৬৩জন ভোটার তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিবেন ১৪ ফেব্রুয়ারী এমনটাই মনে করছেন সকলে।

যেন নাওয়া-খাওয়া নেই, চোখে ঘুম নেই। কোমরবেঁধে ভোটের মাঠে প্রার্থীরা। জয়ের নেশায় ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

রাত-দিন সমানতালে চালাচ্ছেন প্রচারনা। প্রার্থীদের জমজমাট আর বিরামহীন প্রচার-প্রচারনায় সরগরম পুরো পৌরএলাকা।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন উত্তাপ বাড়ছে।

বাড়ছে শংকা। এবারের নির্বাচনে শুধু মেয়র প্রার্থীরাই নয়, কাউন্সিলর প্রার্থীদের জমজমাট প্রচারনা চলছে।

প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। এ চিত্রটি হচ্ছে ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার।
মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে লড়াইয়ে নেমেছেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতি নিমাই সরকার।

আর ধানের শীষ প্রতিক নিয়ে কোমর বেঁধে মাঠে আছেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আলিমুজ্জামান সেলু। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হিসাবে শক্ত অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন-পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাবেক যুবলীগ নেতা আরিফ আহমেদ বিপ্লব। এছাড়া স্বতন্ত্র হিসাবে লড়ছেন লন্ডন প্রবাসী মাসুদুর রহমান মাসুদ ও মনিরুজ্জামান তুহিন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকলেও বিএনপির কোন বিদ্রোহী নেই।

তবে দলের মধ্যে রয়েছে তীব্র গ্রপিং। ফলে বিএনপির ভোট কোন দিকে যাবে তা বলা মুশকিল। তবে সুষ্ঠ ভোট হওয়া নিয়ে রয়েছে শংকা প্রার্থীদের মধ্যে।

পৌরসভায় মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।