• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
জীবন জয়ের সংগ্রামে ছুটে চলছে ফরিদপুরের জয়া দাস

বিজয় পোদ্দার, ফরিদপুর:-তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়/দুঃখের দহনে করুন রদনে তীলে তীলে তার ক্ষয়….. এই ক্ষয় শব্দটিকে ছুড়ে ফেলে দিয়ে নিজের সংসারে একটু স্বচ্ছলতার আলো জ্বালাবে বলে জীবন সংগ্রামে ছুটছেন ফরিদপুর শহরের রথখোলা এলাকার জয়া দাস।

ফরিদপুর শহরের গোয়ালচামট রথখোলা এলাকার বাসিন্দা উত্তম দাসের পুত্র বঁধু পুরাতন বাসস্ট্যান্ডের পাশে পৌর অডিটরিয়ামের দক্ষিণ কোণায় ফুটপাতে শ্বশুরের চায়ের দোকানে সহযোগিতা করেন। চা বানিয়ে প্রতিদিন তা বিক্রি করে আয় করেন দুই থেকে তিন শত টাকা। স্বামী মটর চালক সুজন দাস যা আয় করেন তা দিয়ে বারো সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হয়। তারপরও তিনি আনন্দ পান নিজের কাজের মধ্যে। বলেন অসৎ কিছু করছি নাতো শ্রম দিয়ে মানুষকে সেবা দিয়ে আয় করছি, লজ্জা কিসের। তবে তিনি বর্তমান সময়ের চাল ও তেলের দাম বাড়ায় বেশ কষ্ট পাচ্ছেন। এক পুত্র সিমান্ত দাস মহিম স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ছে তাকে নিয়েই তার স্বপ্ন অবিরাম সংগ্রাম চালিয়ে যাবার। সরকারের কোন সহযোগিতা তিনি পাননি কখনও। সমাজের কোন বিত্তবানও এগিয়ে আসেন নাই। তিনি চানও না শ্রমের মাধ্যমে জীবন সংগ্রামে জয়ী হতে চান জয়া দাস। বলেন নিজের শ্রমে সচ্ছলতার বাতি জ্বালাতে পারলে কারো কাছে হেয় হতে হয় না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।