• ঢাকা
  • বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং
কন্ঠশিল্পী রশীদ আহমেদ তিতু’র প্রথম মৃত্যু বাষির্কী আজ

মাহবুব হোসেন পিয়াল,১৪ মে,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে মান্নাদে খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী ,ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম রকিবউদ্দিন আহমেদ ও বিশিষ্ট শিক্ষাবিদ লায়লা চৌধুরীর একমাত্র পুত্র রশীদ আহমেদ (তিতু) এর প্রথম মৃত্যু বাষির্কী আজ ১৪ মে শুক্রবার। গতবছর এইদিনে ৫১ বছর বয়সে শহরের হাবেলী গোপালপুর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন।  সদা হাসোজ্জল,বিনয়ী ও বন্ধু বৎসল রশীদ আহমেদ তিতু ছিলেন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। কিংবদন্তি শিল্পী মান্নাদের ভীষন ভক্ত ছিলেন তিনি। তার কন্ঠে মান্নাদের গান মুগ্ধ করেছে শ্রোতাদের । নজরুল ও শাস্ত্রীয় সংগীতেও তিনি ছিলেন সমান তালে দক্ষ।
এদিকে রশীদ আহমেদ (তিতু) এর প্রথম মৃত্যু বাষির্কী  উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও তার মৃত্যু বাষির্কী  উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন- দোয়ার আয়োজন করা হয়েছে।

এদিকে রশীদ আহমেদ তিতুর রুহের মাগফিরাতের জন্য তার সহধর্মীনি ফারাহ দিবা আহমেদ এবং পুত্র শাহরিয়ার আহমেদ ফরিদপুরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।