• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে করোনা সন্দেহে নতুন করে ৩ জনের নমুনা সংগ্রহ

চরভদ্রাসনে করোনা সন্দেহে নতুন করে ৩ জনের নমুনা সংগ্র

মো. মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:                 ফরিদপুরের চরভদ্রাসনে (কোভিড-১৯) করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে আরো তিনজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ব্যক্তিরা কিছুদিন ধরে জ্বর, কাশি, মাথা ব্যাথায় আক্রান্ত হন।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ আজ শনিবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনেদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, এ নিয়ে গত নয়দিনে উপজেলা থেকে থেকে জ্বর, কাশি, শাসকষ্ট, গলা ব্যাথা, মাথা ব্যাথা করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নয়জনের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জনের মাধ্যমে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে গত ৩এপ্রিল থেকে ৭এপ্রিল পর্যন্ত পাঠানো করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করা পাচঁজনের রিপোর্ট গতকাল নেগেটিভ এসেছে। এছাড়া পরবর্তিতে পাঠানো সন্দেহভাজনদের রিপোর্টও ভালো আসবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, রিপোর্ট না আসা পর্যন্ত সন্দেহভাজনদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এপর্যন্ত উপজেলায় বিভিন্ন দেশ থেকে ফেরৎ আসা ১৩৫ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সম্পূর্ন হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।