• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর পৌরসভায় বসবাসরত সালথা ও নগরকান্দার ১৫টি পরিবারকে ত্রাণ দিলেন জেলা প্রশাসক অতুল সরকার

ফরিদপুর পৌরসভায় বসবাসরত সালথা ও নগরকান্দার ১৫টি পরিবারকে ত্রাণ দিলেন জেলা প্রশাসক অতুল সরকার

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর:ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় সালথা ও নগরকান্দার নাগরিক অটো ও রিক্সা চালক  ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা দিল ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকরে পক্ষে তার প্রতিনিধি হিসেবে জেলা নাজির মোখলেছুর রহমান ,সাংবাদিক এস এম মনিরুজ্জামানকে সংঙ্গে নিয়ে কর্মহীন পরিবার গুলোর মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সাংবাদিক এস এম মনিরুজ্জামান শনিবার ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের ফেসবুক মেসেঞ্জারে একটি মেসেঞ্জ প্রদান করেন ।যাতে তিনি বলেন ,গোয়ালচামট এলাকায় সালথা ও নগরকান্দার বেশ কিছু পরিবার বসবাস করেন, যারা শহরে রিক্সা ও অটো চালায় । তারা ফরিদপুর সদরের ভোটার না হওয়াই এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা পাইনি। জেলা প্রশাসক তাকে ফিরতি মেসেঞ্জ দিয়ে জানান, নাজিরের সাথে যোগাযোগ করে মানবিক সহায়তার ব্যবস্হা নিন।

পরে তিনি নাজিরের সাথে যোগাযোগ করে আজ রবিবার দুপুরের তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌছাই দেন। সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি লবণ রযেছে।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, হটলাইন নম্বর খোলা হয়েছে। পাশাপাশি ফেসবুকে যেসব মেসেজ আসছে তাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তাই যেখানে যখন খবর পাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে যত দূর সম্ভব তাদের সহায়তা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।