• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল ধ্বংস ও জরিমানা

১লা সেপ্টেম্বর ২০২১ ইং

শফিকুল খান জনি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লক্ষাধিক টাকা মূল্যের ১৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু। এছাড়া অবৈধ কারেন্টজাল বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জনিমানা করেছেন।

বুধবার দিনব্যাপী উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভির আখতার এর সার্বিক তত্বাবধানে অভিযান পরিচালনা করে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজার থেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল এবং চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে তাৎক্ষণিকভাবে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। অবৈধ কারেন্টজাল বিক্রি করার অপরাধে ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী সদর আলী মাতুব্বর (৪৫), মিজানুর রহমান (৪৩) ও আক্তার মাতুব্বর (৪২) প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং চাঁদহাট বাজারের ব্যবসায়ী গফ্ফার মিয়াকে (৫০) এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু বলেন, দেশীয় প্রজাতির পোনা মাছ রক্ষা করতে, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।