• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
সালথায় ইউএনও’র শত চেষ্টা সত্ত্বেও চলে গেলেন ভ্যানচালক মহিদুল

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মহিদুল ইসলাম (৩৩) নামে এক ভ্যান চালকের হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহিদুল উপজেলার ফুকরা গ্রামের ওসমান মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে ফুকরা বাজার এলাকায় ইট ভর্তি লড়ির সাথে ভ্যানের ধাক্কা লেগে ফুকরা গ্রামের মহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে নছিমনে সালথা বাজারে নিয়ে আসলে সালথা বাজারে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে ইউএনওর নজরে পড়ে। এসময় ইউএনও মোবাইল কোর্ট ছেড়ে গুরুতর আহত মহিদুল ইসলামকে নিজের গাড়িতে করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মহিদুল মারা যান।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লড়িটি আটক করা হয়েছে।

২২ অক্টোবর ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।