• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং
চরভদ্রাসনে ইলিশ রক্ষা অভিযানে ৮ হাজার টাকা জরিমানা আদায়

৪৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস ৯ জেলেকে অর্থদন্ড

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে গত শনিবার সন্ধায় ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়েছে। এতে প্রজনন মৌসুমে ইলিশ নিধনের দায়ে ৯ জেলেকে আটক করে নগদ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ২৫ কেজি ইলিশ মাছ জব্দের পর তা পার্শ্ববতী আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার এতিমখানায় বিতরন করা হয়েছে। ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের অন্যরা হলেন-উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এএসআই মোঃ রেজাউল, পুলিশ কনস্টেবল ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।

জানা যায়, অর্থদন্ড প্রাপ্ত জেলেরা হলো- পার্শ্ববতী সদরপুর উপজেলার আঃ ওয়াহেদ মোল্যা (৫৪), নূর আলম (১৮), রানু খালাসী (২৬), সোহেল ফকির (২০), শাহাবুদ্দিন শেখ (২৪), আনোয়ার শেখ (৩০), শেখ শাহজালাল (৩২), পাবনা জেলার কৃষ্ণ হালদার (৩০) ও বাবুল কাড়াল (৩০)। এদের মধ্যে ১ হাজার টাকা করে সাত জসের কাছ থেকে ৭ হাজার টাকা ও ৫শ’ টাকা করে দুই জনের কাছ থেকে ১ হাজার টাকা সহ সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালত। এসব জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখান ভ্রাম্যমান আদালত।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।