• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে ও এম এস এর চাল বিক্রয় কর্মসূচি শুরু

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে ও এম এস এর চাল বিক্রয় কর্মসূচি শুরু হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের টেপাখোলায় এ কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্য জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি জন সংখ্যাকে খাদ্য সহায়তা দেয়ার জন্য এ কর্মসূচি শুরু হয়েছে। এটা খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে।
এতে প্রায় ২ লক্ষ পরিবার উপকৃত হবে।
জেলায় ১০০ জন ডিলার এর মাধ্যমে এ কর্মসূচি পালিত হবে । একজন ট্যাগ অফিসারের মাধ্যমে এ কর্মসূচি মনিটরিং করা হবে।
তিনি আশা করেন এ কর্মসূচির মাধ্যমে মানুষের খাদ্য নিয়ে এবং দাম বৃদ্ধিতে যে সংকট রয়েছে তা অনেকাংশে তা উত্তরন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দিন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা সেক্রেটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপত্তা খাদ্যন্সপেক্টর বজলুর রশিদ খানসহ , ও এম এস ডিলার মির আব্দুল জলিল সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ করা যেতে পারে শুক্র ও শনিবার ব্যতীত সপ্তাহের ৫ দিন এ কার্যক্রম পরিচালিত হবে। একজন ব্যক্তি মাথাপিছু ৫ কেজি ‌ করে চাউল ক্রয় করতে পারবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।