• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ভয়ালো কালো রাত ও গণহত্যা দিবস-২০২৩ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাধীনতা ভাস্কার্যে সন্ধা ৭ টায় মোমবাতি প্রজ্জলন করা হয়। মোমবাতি প্রজ্জলন শেষে একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী তানজিলা কবির ত্রপা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটির সাবির্ক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, ফখরুজ্জামান মাষ্টার ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী প্রমূখ। সভাশেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের বিদ্বেহী আতœার মাগফেরাত ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আশিকুর রহমান। পরে উপজেলা পরিষদ চত্তরে গণহত্যার উপর দুলর্ভ আলোকচিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় এবং রাত ১০ টায় ০১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক-আউট কর্মসূচী পালন করে ভয়াল কালো রাতের কর্মসূচীর সমাপ্তি ঘটে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।