• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ভাঙ্গায় দু’দল গ্রামবাসির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-২০

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-২৬/০৪/২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত থেকে থেমে চলা সংঘর্ষ বুধবার দুপুর পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে ২০ গ্রামবাসি আহত সহ বেশ কয়েকটি ঘরবাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের উর্দ্ধতন কর্মকতার্ সহ একাধীক পুলিশ সদস্য লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পরিবেশ শান্ত রাখতে সংঘর্ষ এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে আহত হলো মাসুদ মাতুব্বর, হিরো ডাক্তার, করিম মাতুব্বর, শামিম মাতুব্বর, অরুন মালো, আমিন মুন্সি, বাবলূ মোল্লা। এদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, মানিকদাহ ইউনিয়নের মৃধাকান্দা গ্রামের সাবেক ব্যাংকার আবুল কালাম মোল্লা ও পুখুরিয়া গ্রামের করিম মাতুব্বরের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ ছিল। মঙ্গলবার রাতে পুখুরিয়া বাজারে চায়ের দোকানে উভয় গ্রুপের লোকজনের মাঝে কথা কাটাকাটি সহ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই সুত্র ধরে বুধবার সকালে দু’দল গ্রামবাসি দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন সহ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। অনাকাঙ্খিত যে কোন ঘটনা এড়াতে গ্রামের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।