• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
বাগমারায় ৯শ অসহায় পরিবারের মাঝে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ত্রাণ

বাগমারাপ্রতিনিধি: রাজশাহীর বাগমারায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে করোনাকালীন লকডাউন পরিস্থিতিতে গরীব, দুস্থ, অসহায়দের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক ভবানীগঞ্জ শাখার সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নিম্ন আয়ের এই সকল মানুষ।

করোনাকালীন ওই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উদ্যোগ নেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন। সেই উদ্যোগে বাগমারার ৯শত গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আলূ এবং ২ কেজি ডাউল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংকের আঞ্চলিক প্রধান মনজুরুল আহসান শাহ্, ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল জব্বার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, কাউন্সিলর হাচেন আলী, প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ।

জানাগেছে, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে বাগমারার চারটি স্থানে একযোগে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। স্থানগুলোর মধ্যে ভবানীগঞ্জ, তাহেরপুর, কাচারী কোয়ালীপাড়া, এবং বড়বিহানালী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।