• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে ইএএলজি প্রকল্পের কোভিড-১৯ প্রতিরোধ সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

নিরঞ্জন মিত্র ( নিরু)( ফরিদপুর জেলা প্রতিনিধি)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, প্রধান অতিথি হিসেবে জুম মিটিংয়ে উপস্থিত থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

স্থানীয় সরকার বিভাগের আয়োজনে, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ( ইএএলজি) প্রকল্পের আওতায় সারা দেশে একযোগে ভার্চুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় ইউনিয়ন পর্যায়ে (১ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলায় বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ চত্তরে জেলা প্রশাসক অতুল সরকার যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেল্লালুদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।

উদ্বোধনী দিনে ফরিদপুর জেলায় দাদপুর ইউনিয়নে ২৬০ জনের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ফরিদপুর জেলার ইএএলজিভুক্ত ইউনিয়নে ৭৯০০ জনের মধ্যে করোনা সামগ্রী বিতরণ করা হবে।

দাদপুর ইউনিয়নের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার ( উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, এসিল্যান্ড মারিয়া হক, সহকারী কমিশনার তারেক হাসান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।

এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদে স্থাপিত বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন ও বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।