• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
বোয়ালমারীতে করোনা সামগ্রী বিতরণ করলেন ডিসি

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অতুল সরকার। গতকাল বুধবার বেলা ১১টায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জুম মিটিংয়ের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সারা দেশে একযোগে ভার্চুয়ালি জুম মিটিংয়ের বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুনীত মুখার্জি।
এ উপলক্ষে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হয়ে ৩৬০জনের হাতে হ্যান্ডস্যানিটাইজার, সাবান ও মাক্সসহ করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. আসলাম মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসিব সরকার, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ইউএনডিপির ফরিদপুর প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ। এর আগে জেলা প্রশাসক অতুল সরকার দাদপুর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।