• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
মুজিব বর্ষের অঙ্গীকার রাস্তা হবে সংস্কার

সম্প্রতি বন্যা, অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট মেরামতের লক্ষ্যে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই স্লোগান নিয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় মাস ব্যাপি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের আজ বৃহস্পতিবার উদ্বোধণ করা হয়েছে।
বকশীগঞ্জ হতে “গাজীর পাড়া বাজার ” আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: নূরল আমীন ফুরকান, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো: আশরাফ আলী, উপ-সহকারী প্রকৌশলী মো: হিজবুল্লাহ মুসাব্বির, সার্ভেয়ার মো: ইব্রাহিম, প্রমুখ উপস্থিত ছিলেন।
অক্টোবর মাস’২০২০ কে “গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস” হিসেবে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়ক মেরামত ও সংস্কার কাজ উদ্বোধন করা হয়।
উপজেলা এলজিইডির সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরের মেরামত ও সংস্কার প্রকল্পের মাধ্যমে বকশীগঞ্জ উপজেলায় ৭টি প্রকল্পের আওতায় ৩কোটি ৮৬লাখ টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা হবে।
এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় এলসিএস কর্মীদ্বারা মোট ১৩কি:মি: রাস্তা সংস্কার চলমান আছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।