মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মাদক, সন্ত্রাস, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সালথা থানা পুলিশের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় ইউনিয়নের গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদারের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মোঃ খসবু, বিল্লাল খান, সালথা থানার এস.আই রেজাউল করিম, মোঃ শহীদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আটঘর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এস.আই আব্দুল্লাহ আজিজ। এসময় বক্তারা, মাদক, জঙ্গী, নারী নির্যাতন ও সংঘর্ষ-মারামারীসহ সকল অপরাধ প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। এছাড়াও সন্ত্রাস-চাদাবাজ, জুলুম-নির্যাতনকারীকে কোন প্রকার ছাড় না দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা।