নগরকান্দায় মুক্ত জলাশয়ের অবৈধ বাঁধ উচ্ছেদ উপজেলা মৎস্য অধিদপ্তরের
জাতীয় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়ন উপলক্ষে সারা দেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন মুক্ত জলাশয়ের অবৈধ ৬ টি বাঁধ ও চাইনিজ জাল উচ্ছেদ করে ধ্বংস করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সারাদিন ব্যাপি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভির আখতার, সহকারী মৎস্য কর্মকর্তা
খন্দকার আবু বকর সিদ্দিক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসময় মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষেই আমাদের এই অভিযান ডিসেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে।