• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
গলাচিপায় তরমুজকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি

তারিখঃ ২ মে ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী গলাচিপায় তরমুজকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দক্ষিন আমখোলা গ্রামে। আহত গৃহবধূ হচ্ছে মিরাজ মাদবরের স্ত্রী মোসা. সুখী বেগম (২০)। এলাকাবাসী গৃহবধূ সুখী বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাসূত্রে জানা যায় গত ২৫ এপ্রিল সোমবার বিকাল অনুমান ৪ টার দিকে তরমুজ চাওয়াকে কেন্দ্র করে আলাম, হানিফ, হাসান, সালাম, কালাম, বশার, রফিকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে তারা সুখী বেগমসহ অনেককে মারধর করে। এতে সুখী বেগম গুরুতর আহত হন। এ বিষয়ে সুখী বেগম বলেন, আলামসহ ৭/৮ জন লোক একত্রিত হয়ে আমার বাবা মোতালেব আকনের ঘর ভাংচুর করে। আমাকে সহ আমার মা, বোন, স্বামীকে মারধর করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, সুখী বেগমের হাত ভেংগে গেছে ও শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে। তিনি আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১ নম্বর কেবিনে ভর্তি আছেন। এ বিষয়ে আলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি। এতে আমাদেরও একজন আহত হয়েছে। আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।