• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কোয়ারেন্টাইনে

ফাইল ছবি

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

তবে তার কোনো করোনা উপসর্গ নেই।
রবিবার রাতে এক টুইটার বার্তায় নিজেই এ কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

তেদ্রোস বলেন, ‘আমি কভিড-১৯ পজিটিভ কোনো এক ব্যক্তির সংস্পর্শে এসেছি তা জানা গেছে। ’

তিনি বলেন, ‘আমি ভালো আছি এবং আমার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে আমি আগামী কয়েক দিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকবো। ডব্লিউএইচও’র বিভিন্ন প্রটোকল মেনে আমি বাসা থেকে কাজ করবো।

তেদ্রোস মহামারী করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটির অব্যাহত প্রচেষ্টার একেবারে সামনে রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।