ফরিদপুরের সালথায় শিলা বৃষ্টিতে পাটের ব্যাপক ক্ষতি
ফরিদপুরের সালথা উপজেলায় শনিবার বিকালে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে । উপজেলার গট্টি,ভাওয়াল,মাঝারদিয়া ও তালমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই শিলা বৃষ্টিতে ধান, পাটসহ অন্যন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টিতে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের । শিলে পাট গাছের মাথা ভেঙ্গে ভেঙ্গে পড়ে ক্ষেতে পড়ে আছে। গট্টি ইউনিয়নের জুগিডাঙ্গা গ্রামের কৃষক মোঃ আলী শেখ জানান, শনিবার বিকাল ৩টার দিকে ব্যাপক বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়,এতে আমাদের এলাকার মাঠ কে মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।