• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
নগরকান্দায় চাউল চোর ধরাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নে চাউল চোর ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে চাউল চুরির অভিযোগে, মানিকদি গ্রামের সিদ্দিক কারিকরের ছেলে আজিজ কারিকর (২৩) ও পাগলপাড়া গ্রামের তজিমুদ্দিনের ছেলে রিজাউল (২২) নামের দুই ব্যক্তিকে আটক করে নগরকান্দা থানা পুলিশ।

জানাযায়, বুধবার রাতে তালমা বাজারের ব্যবসায়ী নিখিল সাহার দোকান থেকে ৫০ বস্তা চাউল চুরি করে পার্শ্ববর্তী মানিকদি-পাগলপাড়া গ্রামের চাউল চোর আজিজের বাড়িতে রাখে চোর চক্রের সদস্যরা। পরে চাউলের মালিক গোপন সংবাদের ভিত্তিতে চাউলের অবস্থান জানতে পেরে পুলিশের সহায়তায় ২০ বস্তা চাউল উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহায়তায় চোর চক্রের ২ সদস্যকে আটক করে পুলিশ।

আটকের পরেই চোরের পক্ষপাতীত্ব নিয়ে তালমা ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রুপের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষের রুপ নিলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু ও থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল কালাম আজাদ বলেন, চোরের বাড়ি থেকে চাউল উদ্ধার করে জড়িত দুই জনকে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।