• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
দিনাজপুরের নবাবগঞ্জে কালভার্টের পাশ থেকে জীবিত নবজাতক শিশু উদ্ধার
 দিনাজপুরের নবাবগঞ্জে কালভার্টের পাশ থেকে সার্জিক্যাল তুলা দিয়ে মোড়ানো অবস্থায় জীবিত নবজাতক একটি মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদম গ্রামের দক্ষিণ পাশে কালভার্টের পাশ থেকে ওই শিশুটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় ওই এলাকার ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ বলেন,শনিবার বিকেলে লাঠিদম মাঠ থেকে কাজ শেষে কবিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। পথে কালভার্টের পাশে একটি শিশুর কান্না শুনতে পান তিনি। তদক্ষণাৎ ওই শিশুটিকে উদ্ধার করে ভাদুরিয়া বাজারের ডা.আতিয়ার রহমান নামের এক ব্যক্তির কাছে প্রাথমিক চিকিৎসা  দিয়ে স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ এর বাড়িতে রাখা হয়।
তিনি বলেন, শিশুটি উদ্ধারের সময় সার্জিক্যেল তুলা দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ১ দিনে মত হবে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বলেন,নবজাতক একটি জীবিত শিশু উদ্ধারের বিষয়টি শুনেছি। শিশুটি ওই এলাকার হারুনুর রশিদ নামের এক ইউপি সদস্যর বাড়িতে রাখা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।