কে এম রুবেল, ফরিদপুর।
ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
(৩ জুন) শুক্রবার সকালে শহরের
হাউজিং এস্টেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের ফলক উন্মোচন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অতুল সরকার।
হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি ডাঃ এম এ জলিলের সভাপতিত্বে, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ
মোস্তাফিজুর রহমান লাবলু।
অন্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম মোল্যা, শাহীন চৌধুরী, কাজী ইমাম হোসেন প্রমূখ।
এসময় শেখ রাসেল স্কুল এন্ড কলেজের দাতা সদস্য সাজিদ আহমেদ মাসুদ, এ্যাড. আব্দুর রশিদ, এ্যাড. কামাল উদ্দিন আহমেদসহ হাউজিং এস্টেটের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অধ্যাপক সুব্রত কুমার মিত্র।
ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে প্রধান অতিথি স্কুল ক্যাম্পাসে একটি গাছের চারা রোপন করেন।