• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে অস্ত্র ও গুলি সহ যুবক গ্রেপ্তার

বিজয় পোদ্দার,ফরিদপুর:

ফরিদপুরে অবৈধ পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ জুলাই বুধবার বেলা একটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এই বিষয়ে অবগত করে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল সহ ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অবস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, রাত আনুমানিক ২ টার সময় ফরিদপুর জেলার অম্বিকাপুর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বের ডাঙ্গী এলাকা থেকে ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে মোস্তফা শেখ (২২) পিতাঃ আব্দুস সালাম শেখ নামে এক ব্যক্তিকে একটি অবৈধ পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়।

উল্লেখিত যুবককে ফরিদপুর সদর থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে, মামলা প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়। গত ৩০শে জুলাই ফরিদপুর বন্ধুর ছুরির আঘাতে খুন হয় মোঃ আকাশ নামে এক যুবক, এই খুনের সাথে মোস্তফা শেখ সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা যায়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।