• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
চরভদ্রাসনে পদ্মা নদীর আড়াআড়ি বাঁধ অপসারন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-  ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন নমুর ছ্যাম কোলের মধ্যে পুতা প্রায় ৩০০ মিটার আয়তনের আড়াআড়ি বাঁধটি রোববার দুপুর ১২ টায় আকস্মিক অভিযান চালিয়ে অপসারন করা হয়েছে। সম্প্রতি স্হানীয় কিছু অসাধু জেলে পদ্মা নদীর উক্ত কোল মুখে আড়াআড়ি বাঁধ নির্মান করে মৎস্য সম্পদ নীধন করে চলছিল। উপজেলা মৎস্য অফিস এ খবর জানতে পেরে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, ÿেত্র সহকারী শামীম আরফিন, চরভদ্রাসন থানার এসআই জগন্নাথ ও দুই পুলিশ কনস্টেবল এ অভিযানে অংশ নেন।

জানা যায়, স্হানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জৈনক বিকাশ হলদার উপজেলা পদ্মা নদীর নমুরছ্যাম নামক কোল মুখে বাঁশ ও জাল দিয়ে ঘিরে মৎস্য চলাচল পথ রুদ্ধ করে গত এক সপ্তাহ ধরে সর্ব প্রকার দেশীয় প্রজাতীর মৎস্য সম্পদ ধ্বংস করে চলছিল। এতে স্হানীয় অন্যান্য জেলেদের জীবন জীবিকা অর্জনে বিঘ্ন ঘটছিল। প্রায় আড়াই কি.মি. আয়তনের পদ্মা নদী সংলগ্ন ওই কোলে আড়াআড়ি বাঁধ পুতে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল। তাই সংশ্লিষ্ট প্রশাসন উক্ত অবৈধ বাঁধটি অপসারন করে উপজেরার নমুরছ্যাম কোলটি উন্মুক্ত করে দিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।