বোয়ালমারীতে স্কাউটসের অষ্টম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বোয়ালমারী- আলফাডাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিতঃ 4 বছর আগে
266 বার দেখা হয়েছে
০
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্কাউটসের অষ্টম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলের সভাপতি ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম ওবায়দুর রহমানের পরিচালনায়
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কাউন্সিলের কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রমুখ। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য উপজেলা স্কাউটসের সভাপতি পদাধিকার বলে ইউএনও ঝোটন চন্দ ও সাধারণ সম্পাদক এস এম ওবায়দুর রহমানকে করা হয়।