• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
দিনাজপুরে  মিথ্যা মন্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে আটক ১ 
দিনাজপুরে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্রমণাত্মক, মিথ্যা মন্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে সিআইডি’র সাইবার পুলিশের প্রযুক্তির সহায়তার যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
রোববার (৩ মে) বিকাল ৩টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশিদ। গ্রেপ্তার যুবকের নাম আরাফাত আলী আপেল (৩৯)। সে দিনাজপুর জেলার বিরল উপজেলার সাহাপাড়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, আরাফাত আলী আপেল ইতিহাসের বিভিন্ন ঘটনা বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে আন্তর্জাতিক মহলে রাষ্ট্রের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য প্রচার করে আসছিলো তিনি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বজলুর রশিদ জানান, আরাফাত আলী আপেল কে গ্রেফতারের পর তার ব্যবহৃত ডিভাইজ জব্দ করে জিজ্ঞাসাবাদে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমনাত্বক, মিথ্যা, কুরুচিপূর্ন মন্তব্য ও গুজব ছড়ানোর কথা স্বীকার করে।
তিনি আরো বলেন, আরাফাত আলী আপেল এর বিরুদ্ধে দিনাজপুর কতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।