• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
মধুখালীতে কৃষকদের নিয়ে‘ সিআইজি কংগ্রেস’ অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি) এর আওতায় উপজেলা হলরুমে শুক্রবার সকাল ৯ টা হতে দিন ব্যাপী ‘সিআইজি কংগ্রেস’ সভা অুনষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমানের সভাপতিত্বে কংগ্রেস সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মো. তাওফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক স্বপন কুমার খা ও উপ পরিচালক কৃষিবিদ ড. হযরত আলী। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.রফিকুল ইসলামের সঞ্চলনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওপাড়া-কুড়ানিয়ারচর সিআইজি সমিতির সভাপতি সায়মা বেগম, ব্যাসদি সিআইজি সভাপতি আব্দুল মোতালেব ফকির, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুণ কুমার সরকার প্রমুখ। কংগ্রেস সভায় ২৭ টি মহিলা সিআইজি সমিতি ও ৬৩ টি পুরুষ সিআইজ সমিতি মোট ৯০ টি সিআইজি সমিতির ১শত ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। কংগ্রেস সভার দ্বিতীয় পর্বে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুর রহমান, গৌতম কুমার সরকারসহ কৃষি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর জেলা দেশের দ্বিতীয় জেলা এবং পেঁয়াজ বীজ উৎপাদনে দেশের প্রথম জেলা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।