• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে ৭ পরিবার ৩৫ বছরেও ফিরে পায় নাই বেদখলীয় জমি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে থানা কম্পাউন্ডের দক্ষিণ পাশে বিএস ডাঙ্গী গ্রামে পাকা সড়ক ঘেষে প্রায় তিন ্একর বেদখলীয় জমি বিগত ৩৫ বছরেও ফিরে পায় নাই ভুক্তভোড়ী সাত পরিবার। বিগত বিএনপি-জামাত শাষণামলে স্থানীয় প্রভাবশালী নেতা এজিএম বাদল আমিন ও তার পরিবার ১৯৮৮ সাল থেকে বিরোধীয় জমি দখল করে বাড়ী ঘর নির্মান করে বসবাস করছেন বলে অভিযোগ সাত পরিবারের।
এসব ভুক্তভোগী পরিবারগুলো হলো-একই গ্রামের মৃত আবুল বাশার মোল্যার পরিবার, মৃত মোঃ চাঁন মোল্যার পরিবার, মোঃ মমিন মোল্যা, আরশাদ আলী মোল্যা, মোঃ মোজাফ্ফর মোল্যা, মোঃ জলিল ফকির ও মোঃ ফারুক মোল্যার পরিবার। ভুক্তভোগীরা জমি হারানোর পর ফরিদপুর দেওয়ানী আদালতে মামলা করেন। মামলায় বিজ্ঞ আদালত ২০০৪ সালে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে রায় দেন। পরবর্তিতে বিবাদী পক্ষ আপিল করলেও ২০০৯ সালে ও ২০১৬ সালে বিজ্ঞ আদালত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষেই আরও দু’টি আপিলের রায় ঘোষনা করেন। এরপরও আদালতের রায় ভ্রুক্ষেপ না করে বিবাদীরা বহাল তবিয়তে ২৬০ শতাংশ জমি জবর দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায়, ১৯৭৮ সালে রেকর্ডীয় মালিক শুকচাঁদ সরকার, নিবারন সরকার, বিষ্ণুচরণ সরকার ও নেপাল চরন সরকার গংদের কাছ উক্ত জমি ক্রয় করে ভুক্তভোগীরা ভোগ দখলে ছিলেন। কিন্ত ১৯৮৬ সালে স্থানীয় বিএনপি নেতা এজিএম বাদল আমিন ও তার পরিবার প্রভাব প্রতিপত্তি ও পেশী শক্তির জোরে জমির প্রকৃত মালিকদের উচ্ছেদ করে জবর দখলের মাধ্যমে বাড়ীঘর ও পাকা দালান নির্মান করে বসবাস
করে চলেছেন। বিএনপি-জামাতের শাষনামলে ওই প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে মুখ খুলতেও ক্ষতিগ্রস্থরা সাহস করেনি বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্থরা বিজ্ঞ আদালতে তিন দফায় রায় পাওয়ার পরও নিজেদের জমি ফিরে পায় নাই। সম্প্রতী স্থানীয়ভাব ক’য়েক দফায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও দখলদাররা তাদের স্বত্তের পক্ষে উপযুক্ত দলিলাদী ও
কাগজপত্র পেশ করতে পারে নাই বলেও অভিযোগ। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলো গত ৩১ মে তদের ন্যায্য হিংস্যা ফিরে পেতে মানববন্ধন কর্মসূচীও পালন করেও কোনো ফল
পাচ্ছেন বলে শনিবার হাতাশা ব্যক্ত করেছেন। বিরোধীয় জমিগুলো হলো-১৬৪ নং চরভদ্রাসন মৌজার পিএস ১৪০৮ ও ১৪১১ নং খতিয়ানে এবং এসএ ১৬৯৯, ১৭০৩ নং
খতিয়ানের ১০৬২৪ নং দাগ সহ বিভিন্ন খতিয়ানে ও বিভিন্ন দাগে বেদখলীয় জমি প্রায় সাড়ে তিন একর বলে ভুক্তভোগীরা জানান।এ ব্যপারে শনিবার দখলদার এজিএম বাদল আমিনকে জিজ্ঞেস করলে তিনি এ প্রতিবেদককে জানায়, “ আমরা বিরোধীয় জমির এক রেকর্ডীয় মালিক পূনর্য বালা বেওয়ার মেয়ের ঘরের নাতি ফালান চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ১৯৮৬
সালে ২৬০ শতাংশ জমি ক্রয় করে রেখেছি। উক্ত জমি দাতারা ভারতে চলে গেছেন।

তিনি আরও জানান, আমাদের স্বত্ত না টিকলে কোর্ট আমাদের উচ্ছেদ করে দিলে আমরা জমি ছেড়ে চলে যাবো”।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।