ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের বাজিদপুর গ্রামের প্রবাসি মো. আমিনুর মিয়াকে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে ৩ জুন থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ২। এতে আরও ৫-৬জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১জুন বেলা তিনটার দিকে প্রবাসি আমিন মিয়া বাড়ি থেকে চিতার বাজার যাওয়ার পথে দাদপুর ব্রীজের কাছে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছলিমুল হক গংরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ী ভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তার কাছে থাকা ৩ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমিন মিয়াকে আহত অবস্হায় বোয়ালমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আনা হলে তার অবস্হার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্হানারত্নর করা হয়। বর্তমানে ফরিদপুর চিকিৎসাধীন রয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, আমিন মিয়াকে মারার ঘটনায় মামলা হয়েছে। আসামিদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।