সমাজতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল্লা মন্ডলকে স্মারণ করলো ফরিদপুর জাসদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটে শহরের গোয়ালচামট মহিম ইন্সটিটিউশন মিলনায়তনে ফরিদপুর জেলা জাসদ, থানা, পৌর ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক শোক সভা অনুষ্ঠিত হয়। থানা জাসদের সভাপতি কমরেড আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে স্মরণ সভার শুরুতে ১ মিনিট নিরাবতা পালন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও জেলা সভাপতি রফিকুজ্জামান লায়েক, বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ডাঃ আতিয়ার রহমান, রাজবাড়ী জেলা জাসদের সভাপতি স্বপন কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া মিলন। কমরেড আব্দুল্লা মন্ডলের কন্যা জেলা জাসদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ অন্তরা মন্ডল, থানা জাসদের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্যা, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক সাইদ মেম্বার, শহর জাসদের সভাপতি মোঃ আলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহারিয়ার শাহীনসহ নেতৃবৃন্দ।