• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
নায়ক জাভেদের সফল অস্ত্রোপচার

চলচ্চিত্রের রাজকুমারখ্যাত নায়ক জাভেদ গুরুতর অসুস্থ। আজ শনিবার সকালে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন—‘জাভেদ ভাইয়ের প্রস্রাবে সমস্যা রয়েছে। বাংলাদেশ মেডিকেলে আজ তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁর জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। শিল্পী সমিতির পক্ষ থেকে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা দ্রুত তাঁর সুস্থ্যতা কামনা করি।’

১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত নায়কদের মধ্যে তিনি ছিলেন অধিক জনপ্রিয়। নাচের জন্যও তাঁর খ্যাতি রয়েছে। পর্দায় নায়িকাদের সঙ্গে নেচে দর্শকের মন জয় করেছেন জাভেদ।

১৯৪৪ সালে আফগানিস্তানে তাঁর জন্ম। পরে তাঁরা পেশোয়ার হয়ে পাঞ্জাবে চলে আসেন। শৈশবে তাঁর প্রিয় নায়ক ছিলেন দিলীপ কুমার। বাবা ছিলেন ধর্মপরায়ণ। তিনি চাইতেন ছেলেরা ব্যবসায়ী হবে, নয়তো চাকরি করবে। কিন্তু জাভেদের ওসব দিকে মন ছিল না। কীভাবে অভিনেতা হওয়া যাবে এ নিয়েই তিনি ভাবতেন। সিনেমা দেখা, গান শোনা নিয়েই মগ্ন থাকতেন। এ নিয়ে পরিবারের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়।

সবশেষে বাবা-মায়ের কাছে না বলেই জাভেদ পাঞ্জাব ছেড়ে চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ঢাকায়।

নায়ক হিসেবে জাভেদ অভিনয় করেছেন মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রানী, চোরের রাজা, তাজ ও তলোয়ার, নরমগরম, তিন বাহাদুর, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, রাজিয়া সুলতানা, সতী কমলা, বাহারাম বাদশা, আলাদিন আলী বাবা, সিন্দাবাদ প্রভৃতি সিনেমায়। শুধু নায়ক হিসেবেই নয়, নৃত্য পরিচালক হিসেবেও একসময় ছিল তাঁর দারুণ ব্যস্ততা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।