ফরিদপুরের সালথায় মাক্স না পরে চলাফেরা করার কারনে ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলরত অবস্থায় ব্যক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন–২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর ধারাবাহিকথায় আজ (৪’ঠা জুন ২০২০) বৃহস্পতিবার সালথা উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ১৪ জন পথচারিকে মোট ৪ হাজার ৮’শ ৭০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও ফরিদপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্টেট হাসান মোঃ হাফিজুর রহমান টুটুল। এসময় উপস্থিত ছিলেন সালথা থানা পুলিশ সদস্য সহ, ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ রফিকুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে
মাস্ক না পরে বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করার জন্য নিয়মিত এই অভিযান চলবে।
৪ জুন ২০২০