সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মতবিনিময় সভা
মোঃআসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধি: সাংবাদিকদের সাথে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বক্তিয়ার, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান (পিপি এম), সিভিল সার্জন মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, সাংবাদিক মজিবর রহমান খান, হারুনুর রশিদ বুলবুল,জাকির মোস্তাফিজ মিলু প্রমূখ। করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সুপারিশমালা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক ও বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সে সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।