• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
মায়ের শূন্য আসনে লাবু চৌধুরী এমপি নির্বাচিত

মনির মোল্যা, সালথ (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীকে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। লাবু চৌধুরীর একমাত্র নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট। মোট ভোটের শতকরা হার ২৬ দশমিক ২৭।

শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এ আসনের মোট ১২৩ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৬৯০ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। সুষ্ঠু-শান্তিপুর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ফরিদপুর জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় র‌্যাবের ১০টি টিম, ৬ প্লাটুন বিজিবি, বেশকিছু স্ট্রাইকিং ফোর্স, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার পুলিশ ছাড়াও বিপুল সংখ্যক আনসার সদস্য ও মোবাইল টিম মাঠে কাজ করেন। তাছাড়া ১ হাজার ৫২টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

০৫ নভেম্বর ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।